বিএনপির মিথ্যা নালিশ আর কেউ শোনে না: কাদের

নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নালিশের মাত্রা ততই বাড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তারা বিদেশিদের কাছে দেশের নামে নালিশ করে যাচ্ছে, যা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপি এখন জাতীয় নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তাদের মিথ্যা নালিশ এখন আর কেউ শোনে না।’

শনিবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন হলে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ঈদের পরই আন্দোলন করবে বলে গত ১০ বছরে ২০টি ঈদ পার করেছে বিএনপি। আন্দোলনের ডাকেই তাদের ১০ বছর গেলো! মানুষ বাঁচে কয় বছর? এমন মিথ্যাচারীদের দলকে পরিহার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবেন কুমিল্লার মানুষ, এই আমার চাওয়া।’

সমাবেশে উপস্থিত দলীয় নেতাকর্মীরা কুমিল্লাকে বিভাগ করার দাবিতে স্লোগান দিতে থাকলে ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লার মানুষ শান্তিপ্রিয়। আপনারা ধৈর্য ধারণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে কুমিল্লা বিভাগের ফাইলটি আছে। বড় কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য (এমপি) মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার। সভাপতির বক্তব্যেও এমপি বাহার ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কুমিল্লাবাসীর একটাই চাওয়া– কুমিল্লা বিভাগ।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বিশেষ অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। উপস্থিত ছিলেন– সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু (এমপি), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি।