স্প্যানিশ লা লিগায় গতকাল জিরোনার বিপক্ষে মাঠে নেমে নতুন রেকর্ড গড়েন লিওনেল মেসি। আসরের ইতিহাসে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন মেসি। ২০০৪ সালের অক্টোবরে কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের হাত ধরে বার্সেলোনায় অভিষেক হয়েছিল লিওনেল মেসির।
এস্পানিওলের বিপক্ষে ওই ম্যাচ দিয়েই লা লিগায় পথচলা শুরু হয় তার। লা লিগায় বিদেশি খেলোয়াড় হিসেবে ৪২২ ম্যাচ নিয়ে এতদিন শীর্ষে ছিলেন দানি আলভেজ। সেভিয়ার হয়ে ১৭৫ ম্যাচের পর বার্সেলোনার হয়ে ২৪৭টি ম্যাচ খেলেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
এর আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে আলভেজকে ছুঁয়েছেন মেসি। ক্লাব বার্সার হয়ে এ সময়ে মেসির গোল সংখ্যা ৩৮৭।
লা লিগার ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক গোলদাতা মেসি। গত ১৫ মৌসুমে ক্লাবটির হয়ে ৩২০ ম্যাচে জয়, ৬৬ ম্যাচে ড্র ও ৩৭টিতে হার দেখেছেন মেসি। স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে দোনাতার। স্প্যানিয়ার্ড এ তারকা লা লিগায় মোট ম্যাচ খেলেছেন ৪৬৬ টি। স্পেনের ফুটবলার হিসেবে দোনাতোর হিসেবটি আলাদা। তবে আর্জেন্টিনাও স্পেনের দ্বেত নাগরিকত্ব রয়েছে মেসির।