আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লীগে ডাক পেলেন তাসকিন আহমেদ। সেখানে কান্দাহার নাইটসের হয়ে খেলবেন বাংলাদেশি এই পেসার। চোটের কারণে জাতীয় দলের বাইরে তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে আগামী মাসে ঘরে নতুন অতিথি আসার সুখবর পাবেন তাসকিন। তার আগে তিনি পেলেন অন্য সুখবর। আফগান প্রিমিয়ার লীগের (এপিএল) খেলোয়াড় ড্রাফটে ছিলেন তাসকিন। গত ১০ই সেপ্টেম্বর নিলামে দল না পেলেও শেষ পর্যন্ত কান্দাহার ৩০ হাজার ডলারে (২৫ লাখ টাকা) বেছে নিয়েছে তাসকিনকে। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লীগে খেলবেন তাসকিন।
এ নিয়ে রোমাঞ্চিত ২৩ বছর বয়সী পেসার তাসকিন আহমেদ বলেন, ‘ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে।
পারিশ্রমিকের চেয়ে আমার কাছে খেলাটা গুরুত্বপূর্ণ। এটা অনেক বড় অর্জন। এ ধরনের ফ্র্যাঞ্চাইজি লীগে বড় খেলোয়াড়েরা সাধারণত খেলে। আইপিএল-বিগ ব্যাশের খেলোয়াড়েরা খেলে। খেলাটা দুবাইয়ে হবে। একটা ভালো অভিজ্ঞতা হবে আশা করি।’ আরব আমিরাতের শারজায় এপিএল শুরু হবে আগামী ৫ই অক্টোবর। ২১শে অক্টোবর ফাইনাল। বিসিবির অনাপত্তিপত্র পেলে এপিএল খেলতে তাসকিন রওনা দেবেন আগামী ৩রা অক্টোবর।
এই লীগে দল পেয়েছেন বাংলাদেশি অপর দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। দুজনই আছেন নাঙ্গরহর দলে। তবে চোটে পড়ায় তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। তাসকিনের দলে আছেন ব্রেন্ডন ম্যাককালাম, ওয়াহাব রিয়াজ, আসগর আফগানদের মতো ক্রিকেটাররা। চোটাঘাত ও ছন্দ হারিয়ে জাতীয় দলের বাইরে থাকা তাসকিনের প্রত্যাশা, এই লীগ দিয়ে ফিরে পাবেন তার ফর্ম। তাসকিন বলেন, ‘আশা করি আফগান লীগের অভিজ্ঞতা আমার অনেক কাজে দেবে। সেখানে যদি নিয়মিত খেলার সুযোগ পাই আর ভালো খেলতে পারি আত্মবিশ্বাস অনেক বাড়বে, যেটা আমার কাজে দেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে।’