ঢালিউড সুপারস্টার শাকিব খান, কলকাতার নুসরাত ও সায়ন্তিকা অভিনীত ছবি ‘নাকাব’ গত সপ্তাহে পশ্চিমবঙ্গে মুক্তি পায়। ভারতের রাজীব বিশ্বাসের পরিচালনায় এ ছবিটি সেসময় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তথ্য মন্ত্রণালয় থেকে ছবিটি আমদানির অনুমোদনের চিঠি পেতে দেরি হওয়ার কারণে এ ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়।
তবে সব জটিলতা কাটিয়ে মঙ্গলবার ছবিটি সেন্সরে জমা হয় এবং বুধবার বাংলাদেশের সেন্সরবোর্ডের সদস্যরা দেখার পর বিনাকর্তনে এটি ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু। তিনি বলেন, ভৌতিক গল্পের ছবি। ভালোই নির্মাণ করেছেন পরিচালক রাজীব বিশ্বাস। শাকিবও ভালো অভিনয় করেছেন।
বোর্ডের সিদ্ধান্তে ছবিটি বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে। জানা যায়, গত সপ্তাহে বাংলাদেশের বেশিরভাগ সিনেমা হল মালিক ছবিটির বুকিংও করেছিলেন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ছবিটি বাংলাদেশে মুক্তি দেয়ার জন্য আমদানি করেছে। ছবিটি শুক্রবার বাংলাদেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে জাজের।
প্রসঙ্গত, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানকার শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নাকাব’। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ‘নাকাব’-এ শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। এ ছবিটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।