শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই উন্নয়নের জোয়ার বইছে: এমপি মনির

যশোর-২ আসনের সাংসদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে।

শুক্রবার আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী যশোরে চৌগাছায় উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি মনির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশের জন্ম হয়েছিলো। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই উন্নয়নের জোয়ারে ভাসছে পুরো দেশ।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে, বিদ্যুৎক্ষেত্রে, যোগাযোগক্ষেত্রে বর্তমান সরকারের যে উন্নয়ন করেছে তা সর্বকালের সকল রেকর্ড পার হয়ে গেছে।

চৌগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, সকল উন্নয়নের দিক বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ শাহাজান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক যুগ্ম-সাধরণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ সহিদুল ইসলাম মিয়া, পৌরমেয়র নূরউদ্দিন আল-মামুন হিমেল, মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান, সাবেক শ্রম বিষষক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান, ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ফারুক আহমেদ কবির, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব চুন্নু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন নাহার শাহীন, চাঁদনি আক্তার, উপজেলা যুব মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন নাহার, ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান পান্নু, সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুবুর রহমান রিংকু, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা কালু মিয়া, জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বদরুল আলম, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসছুর রহমান টিয়া, উপজেলা যুবলীগের সদস্য মো: হাসেম আলী, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শামিম রেজা, উপজেলা ছাত্রলীগ নেতা শফিক হায়দার লাবলু, শামিম রেজা, রবিউল ইসলাম রুবেল, রেজাউল করিম সাগর আতিয়ার পারভেজ, করিম মিন্টু আহমেদ ফয়সার প্রমুখ।

পরে, সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য রালি বের করা হয়। রালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।