উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ফের নির্বাচিত করতে হবে: এমপি মনির

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ফের নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কারণ শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশ আবারও পিছিয়ে যাবে।

যশোরের চৌগাছা শাহাদৎ পাইলট মডেল হাইস্কুল জাতীয়করণ হওয়ায় রোববার সকালে ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠানটি সরকারি হওয়ায় প্রধান অতিথির সূচনা বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।

আলোচনা সভার সমাপ্তি বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, শিক্ষাবান্ধব সরকার। সরকারের শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে আপনাদের প্রাণের দাবি এই প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হলো।

তিনি আরো বলেন, আলোকিত জাতি গড়ার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষাখাতে যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছে। এখন প্রত্যন্ত অঞ্চলে অধুনিক মানের স্কুল ভবন নির্মাণ হচ্ছে। শিক্ষার্থী ঝরে পড়া রোধে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই তুলে দেওয়া হচ্ছে।

এমপি মনির বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য চৌগাছাবাসির নিকট দোয়া চান এই সাংসদ।

উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌরমেয়র আল-মামুন-হিমেল, থানা অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দীন, জেলা পরিষদ সদস্য তৌহিদ দেওয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান, মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু জাফর, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, যশোর জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মাজিদ।

স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আজিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মো. শফিউদ্দীন। অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনিরকে সংবর্ধিত করা হয়।