মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানালেন এরদোগান

turkey president erdogan

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং আরও নিষেধাজ্ঞা দেয়ার হুমকি অন্যায় ও অসঙ্গত।

তুর্কি পার্লামেন্টে দেয়া এক ভাষণে সোমবার এরদোগান এ মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, আঞ্চলিক ঘটনাপ্রবাহ থেকে ইরানকে বাদ দেয়ার প্রচেষ্টা সমীচীন নয়। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সংলাপের পরিবর্তে ব্ল্যাকমেইল করার যে নীতি মার্কিন সরকার গ্রহণ করেছে, তা ভুল ও অন্যায়। আমেরিকার ভুল নীতির কারণে এখন আর বিশ্বের কেউ ওয়াশিংটনকে বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। একই সঙ্গে তিনি ইরানকে একঘরে করে রাখার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ট্রাম্প ইরানকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের দায়ে অভিযুক্ত করে বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হস্তক্ষেপ করছে তেহরান।
অথচ সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্থিতিশীলতার পেছনে আমেরিকা নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে।