গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে মঙ্গলবার দুপুরে ট্রাকের ধাক্কায় সোহান মিয়া (২৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।
সে কামারদহ ইউনিয়নের বেতগারা গ্রামের মানিক পাঠানের ছেলে। সোহান ফাঁসিতলা এলাকার একরামুল হক আইডিয়াল এন্ড কম্পিউটার বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
হাইওয়ে পুলিশ জানায়, বগুড়ার থেকে আসা রংপুরগামী একটি ট্রাক ফাঁসিতলা বাজারে পৌঁছলে বাইসাইকেল চালক সোহান মিয়াকে পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।