রিট করার প্রস্তুতি নিচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তানরা

কোটা বহালের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলনরত মুক্তিযোদ্ধা সন্তানরা হাইকোর্টে রিট করার প্রস্তুতি নিচ্ছেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি মেহেদী হাসান বলেন, ‘প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা আইনগতভাবে এগোতে পারছিলাম না। এখন যেহেতু প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে এবং মন্ত্রিসভায় কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে। তাই আমরা এখন আইনগতভাবে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা বাতিলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করবো।’

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে। কীভাবে প্রক্রিয়াটা সম্পন্ন করা যায় সেটা বিস্তারিত আলোচনা করে আমরা আগামী কর্মদিবসে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করবো।
তিনি বলেন, ‘লাখ লাখ মুক্তিযোদ্ধার সন্তান রিট পিটিশনার। সকল মুক্তিযোদ্ধার সন্তানকে রিট করার পক্ষে আলোচনায় আনা হবে।’

এদিকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আতিক বাবু বলেন, ‘আমরা আমাদের কমিটির নেতাকর্মীদের নিয়ে আলোচনায় বসেছি। রিট পিটিশনের জন্য আলোচনা চলছে। কীভাবে, কবে রিট দায়ের করা হবে তা নিয়ে আলোচনা চলছে। আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাত ৮ টার দিকে সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান জানানো হবে।’