যশোর ও নড়াইলে পৃথক হামলায় দু’জন জখম

যশোর ও নড়াইলে পৃথক প্রতিপক্ষের হামলায় গৃহবধূসহ দু’জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, যশোর শহরতলী শংকরপুর হরিনার বিল এলাকার রুবেল হোসেনের স্ত্রী রাজিয়া খাতুন (২০) ও নড়াইল জেলার লোহাগড়ার কুন্দসি গ্রামের আব্দুল মালেকের ছেলে খলিলুর রহমান (৩২)।

সূত্র জানিয়েছে, শংকরপুর হরিনার বিল এলাকার রাজিয়া খাতুন (২০) কে দীর্ঘদিন যৌতুকের টাকার জন্যে নির্যতন করে আসছিলো তার স্বামী রুবেল হোসেন। ১৫ অক্টোবর বিকেল সাড়ে পাঁচ টায় রুবেল স্ত্রীকে যৌতুকের টাকার জন্যে মারধোর করে। এ সময় রাজিয়া অচেতন হয়ে পড়লে পরিবারের অন্যে সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে, লোহাগড়ার কুন্দসি গ্রামের খলিলুর রহমানের সাথে প্রতিবেশি ওহিদ কাজী নামে এক ব্যক্তির পারিবারিক বিরোধ চলে আসছিলো। ১৪ অক্টোবর দুপুর ৩টা ২০ মিনিটে খলিলুর লোহাগড়া পোষ্ট অফিসের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় ওহিদ কাজীর নেতৃত্বে জিল্লু, নাহিদ কাজীসহ ১০-১১ জন তাকে পিটিয়ে জখম করে। পরে স্থাসীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।