বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ ওডিআই পরিণত হয়েছে নিয়মরক্ষার ম্যাচে।

জিম্বাবুয়ের বিপক্ষে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। কোনো ছাড় দিতে রাজি নন অধিনায়ক মাশরাফি মুর্তজা। শেষ ম্যাচটি জিতে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করা তার লক্ষ্য।

বৃহস্পতিবার সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘এশিয়া কাপে আমরা ভালো খেলেছি। দল ফিরেছে চার সপ্তাহ আগে। জিম্বাবুয়ের সঙ্গে পরপর দুই ম্যাচ জিতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়েছে। এটা ধরে রাখতে হবে। তাই আমরা ৩-০ ব্যবধানেই সিরিজ শেষ করতে চাই। সিরিজতো জিতে গেছি। যদি শেষ ম্যাচটাও জিততে পারি, তাহলে আরও ভালো হবে।’

ব্যাটসম্যানদের ধারাবাহিক পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিয়ে মাশরাফি বলেন, ‘ধারাবাহিক হতে হবে। কাল (বুধবার) দু’জন শতক মিস করেছে। এমন না যে তারা খুব ভালো বলে আউট হয়েছে। তারা সুযোগ হাতছাড়া করেছে। আশা করি পরেরবার করবে না।’

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লিটন দাস ৮৩ আর ইমরুল কায়েস ৯০ রানে আউট হন।

মাশরাফি বলেন, ‘একটু ধৈর্য ধরে খেললে সহজেই ইমরুল ও লিটন সেঞ্চুরি পেতে পারত। ইমরুল ৮০ থেকে ৯০ রানের মধ্যে যে স্টাইলে ব্যাটিং করল, ৯০ থেকে আবারও শট খেলতে গেছে। সুযোগ কাজে লাগানো উচিত। দ্বিতীয় ম্যাচেও শূন্য রানে আউট ফজলে মাহমুদ রাব্বিকে আরেকটি সুযোগ দেয়া উচিত বলে মনে করেন অধিনায়ক। মাশরাফি বলেন, ‘রাব্বির দুর্ভাগ্য। এরকম আমার সঙ্গে হলে আমারও খুব খারাপ লাগত। আমি মনে করি, সে যদি আরকেটি সুযোগ পায় সেক্ষেত্রে আমি কিছু মনে করব না। তার আরেকটা সুযোগ প্রাপ্য। বাকিটা নির্বাচকরা দেখবেন।’

ইনজুরিতে তামিম দলের বাইরে চলে যাওয়ায় ওপেনিংয়ে ইমরুল প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও করেছেন বড় স্কোর। অপর ওপেনার লিটন দাসের ব্যাট থেকেও দ্বিতীয় ম্যাচে বড় স্কোর এসেছে। এ অবস্থায় ওপেনিং নিয়ে চিন্তামুক্ত টাইগার অধিনায়ক।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ওপেনিংয়ে তামিমকে ইনজুরিতে হারালাম। এরা দু’জন এসে যে পারফর্ম করছে তা বেশ ভালো। আশা করি, তামিম ফিরে আসার পর স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে।’

ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাইফউদ্দিনের চমক প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘এই জায়গায় আমরা অনেকদিন ধরে তাকিয়ে আছি একজন বোলিং অলরাউন্ডারের জন্য। আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান অনেক ম্যাচে চারজন পেসারের প্রয়োজন হতে পারে। সাইফউদ্দিন ব্যাটিংয়ে যদি ফর্মে থাকে, সাতে যদি ব্যাটিং করে তাহলে দলের জন্য অনেক বড় নির্ভরতার জায়গা হবে। তাকে অনেক দিন ধরেই নজরে রাখা হয়েছিল এই জায়গার জন্য। তার পারফরম্যান্স স্বস্তির।’