শ্রমিকদের কর্মবিরতি বাড়ছে না, ভোর থেকে চলবে গাড়ি

সড়ক পরিবহন শ্রমিকদের টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি আর বাড়ছে না। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই সারা দেশে চলবে পরিবহন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘আমরা আপাতত কর্মবিরতি বাড়াচ্ছি না। মঙ্গলবার ভোর ৬টা থেকে আমাদের কর্মবিরতি শেষ হচ্ছে, সকাল থেকে সকল ধরনের পরিবহন চলবে সারা দেশে।’

দাবি পূরণে ২১ দিনের আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, ‘আগামী ২১ দিন সময় দিয়ে আবার ৯৬ ঘণ্টার কর্মবিরতির কর্মসূচি ঠিক করেছি। সেটা সকলকে জানিয়ে দেয়া হবে।’