খুব তাড়াতাড়িই মাঠে ফিরতে পারেন বার্সা তারকা লিওনেল মেসি। হাতে চোট পাওয়ার ১১ দিনের মাথায়ই অনুশীলনে ফিরেছেন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার।
গেল ২০ অক্টোবর সভিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে পড়ে গিয়ে হাতে চোট পান মেসি। পরীক্ষার পর তার ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরা পড়ে। যার কারণে প্রায় তিন সপ্তাহের জন্য ফুটবল থেকে ছিটকে যান তিনি।
তবে প্রত্যাশিত সময়ের আগেই মাঠে ফেরার সম্ভবনা রয়েছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের।
বুধবার অনুশীলনে ফিরেছেন মেসি। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে ফেরার সম্ভবনা রয়েছে ৩১ বছর বয়সী এই ফুটবলারের।
হাতের ইনজুরিতে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে ছয়টি গোল করিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন তারকা।