যশোরে যুবককে ছুরিকাঘাত

যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আশিক (৩৩) নামে এক যুবক জখম হয়েছেন। তিনি সদর উপজেলার ইছালী ইউনিয়নের মোকাম গাজীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আশিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আট টার দিকে ব্যক্তিগত কাজে মনোহরপুর বাজারে যান। এ সময় স্থানীয় ইউসুফ নামে এক যুবকের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায় ইউসুফ তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানিয়েছেন, আহত আশিকের দু’হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।