শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে : এমপি মনির

যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। জননেত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে।

বৃহস্পতিবার দিনব্যাপী যশোরের ঝিকরগাছার মাগুরা, শিমুলিয়া ও গদখালি ইউনিয়নে বর্তমান সরকারের প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে- ৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে কায়েমকোলা কলেজের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৭৩ লাখ টাকা ব্যয়ে ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে আলিমননেছা গার্লস স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৩৯ লাখ টাকা ব্যয়ে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ নির্মাণ, ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে বেনেয়ালী এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ে ঊর্দ্ধমূখি ভবন নির্মাণ, ৩ কোটি ৮৫ হাজার টাকা ব্যয়ে শিমুলিয়া ডিগ্রী কলেজে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে ধানপোতা মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উল্লেখ্যযোগ্য।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা-ের বিবরণ দিয়ে এমপি মনির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। বছরের প্রথম দিনে ৩৬ কোটি ২২ লাখ নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন। ডিজিটাল পদ্ধতি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসেই ১ কোটি ৭৩ লাখ মা উপবৃত্তি পাচ্ছেন। বিএনপি-জামায়াতের আমলে যে শিক্ষক ৬১০০ টাকা বেতন পেতেন সেই শিক্ষকের বেতন ২৯ হাজার টাকা করেছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। শেখ হাসিনার নেতৃত্বে এবং তার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যেই দেশে ডিজিটাল বাংলাদেশের কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাই আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক দপ্তর সম্পাদক শাহীন-উল-কবীর, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য শাহানা আক্তার, উপজেলা ডেপুটি কমান্ডার শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রব, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, গদখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোড়ল, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আমির হোসেন, সাবেক মেম্বর মফিদুল ইসলাম, মহিলা মেম্বর সালমা ও মিনতি, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।