যে কারণে সংলাপে যাননি মাহী

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপে বসেছে বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে গণভবনে এই সংলাপ শুরু হয়। সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপরীতে যুক্তফ্রন্টের ২১ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন জোট নেতা ও বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

এই সংলাপে অংশ নেননি বিকল্পধারার স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মাহী বি. চৌধুরী।

এ বিষয়ে বিকল্পধারার প্রেসসচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘মাহী বি. চৌধুরী ব্যক্তিগত কাজে আমেরিকায় রয়েছেন। এজন্য তিনি সংলাপে উপস্থিত থাকতে পারছেন না।’

এর আগে সংলাপে অংশ নিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বি. চৌধুরীরা গণভবনের ব্যাংকোয়েট হলে প্রবেশ করেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বারিধারার বাসা থেকে গণভবনের উদ্দেশে তারা রওনা হন।