বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন সফল করেছেন জননেত্রী শেখ হাসিনা: এমপি মনির

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন সফল করেছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের মতো কোনো সরকারই সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে পারেনি। তাই উন্নয়নের ধারাবাহিকতায় আবারও দরকার শেখ হাসিনার সরকার।

সোমবার যশোরের ঝিকরগাছা উপজেলায় অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী উদ্বোধীত প্রকল্পগুলো হলো, বিএম হাইস্কুলে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে পৌর ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ঊর্দ্ধমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কৃষ্ণনগর সম্মিলনী প্রাথমিক বিদ্যালয়ে ৭৬ লাখ টাকা ব্যয়ে ঊর্দ্ধমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এমপি মনির বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, মূল্যবোধ, কৃষি, অর্থনীতি, রেমিটেন্স, বৈদেশিক সম্পর্কের উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রেই দেশবাসীকে যুগান্তকারী সাফল্য এনে দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে নৌকা মার্কায় ভোট দিন। বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করুন। বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক দপ্তর সম্পাদক শাহীন-উল-কবীর, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য শাহানা আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, প্যানেল মেয়র নাছিমা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, কৃষ্ণনগর সম্মিলনী প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি কামরুল হাসান, প্রধান শিক্ষক এসএম আকিবুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সদস্য তাজউদ্দিন, সাদ আমিন রনি, আলমগীর বাসার, ফিরোজ জামান তুলি, শাহা আলম মিন্টু, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, যুগ্ম-আহবায়ক আশরাফুল, আলিমুল মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা লোটাস, আবু সাইদ মিলন, রফিকুল ইসলাম, শেখ ইমরান প্রমুখ।

এর আগে ঝিকরগাছা উপজেলায় ২৪৫৩ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি মনিরুল ইসলাম মনির। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার দিপঙ্কর দাস। উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাহিদ আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহীন-উল-কবীর, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য শাহানা আক্তার, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আয়ুব হোসেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আনারুল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহাজান আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান।