শার্শায় প্রতিপক্ষের হামলায় দু’বিএনপি কর্মী জখম

jessore map

যশোরের শার্শা উপজেলার গোগা কালীয়ানি গ্রামে প্রতিপক্ষের হামলায় দু’বিএনপি কর্মী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, ওই গ্রামের মৃত মোমিন আলীর ছেলে লাভলু হোসেন (৪৬) ও মৃত আজাহার বিশ্বাসের ছেলে বাবর আলী (৪৮)।

আহত লাভলু জানিয়েছেন, তারা দু’জন বিএনপির রাজনীতির সাথে জড়িত। অসন্ন জাতীয় নির্বচনকে সামনে রেখে ক্ষমতাশীন দলের নেতাদের সাথে তাদের বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার দুপুরে তারা দু’জন গোগা বাজারে দাড়িয়ে ছিলেন। এ সময় ক্ষমতাশীন দলের জসিমের নেতৃত্বে নাজিম, ইব্রাহীম, আকিম, সজিবসহ ১০-১২ জন তাদের দু’জনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।