কালীগঞ্জে পূর্বাশা পরিবহনের কাউন্টারে হামলা

ঝিনাইদহের কালীগঞ্জে মেইন বাসস্ট্যান্ডে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এ সময় হামলায় কাউন্টার মাস্টার মিলন হোসেন আহত হন। ওই পরিবহনের কাউন্টারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়য় যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ মাঝে মধ্যে বসার কারণে ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে।

সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

আহত কাউন্টার মাস্টার মিলন হোসেন বিএনপি নেতা ফিরোজের বাল্যবন্ধু।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে জয় বাংলা শ্লোগান দিয়ে ২০/২৫ জন যুবক এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বলতে থাকে, এখানে বসে বিএনপির মিটিং করিস ? তবে হামলার ঘটনা অস্বীকার করে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজল বলেন এই হামলার সাথে ছাত্রলীগ কোন ভাবেই জড়িত নয়।

কালীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন, সোমবার রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়য় যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে ধানের শীষের মিছিল বের করা হয়। এরপর সন্ধ্যা ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজের বাল্যবন্ধু মিলন হোসেনের পুর্বাশা কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। হামলাকারীর নেতৃত্বে ছিলো ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সজল ও আশিকুর রহমান সোহাগ। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস আলী বলেন, ঘটনাটি আসলে তেমন কিছু নয়। বিএনপিরা মিছিল করেছে, এই জন্য মনে হয় বাকবিতন্ডা হয়েছে।