এরশাদ সত্যিই অসুস্থ : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হুসেইন মুহাম্মদ এরশাদ সত্যিকার অর্থে অসুস্থ। ৯০-৯২ বছর বয়সে অসুস্থ হওয়া স্বাভাবিক। তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। বেগম খালেদা জিয়াও তো অসুস্থ। অসুস্থতা নিয়ে বিদ্রুপ করা ঠিক নয়।

মঙ্গলবার বিকালে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনবিচ্ছিন্ন দলছুটা নেতারাই ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছে। এ ধরনের ১০০ থেকে ৫০০ নেতায় আওয়ামী লীগের কিছু আসে যায় না।

ওয়ান ইলেভেনের কুশিলব হিসেবে পরিচিত এক সেনা কর্মকর্তার নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে মন্ত্রী কাদের বলেন, জনগন সিদ্ধান্ত নিবে।

ইসির নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে শতভাগ জয়ের গ্যারান্টি না পেলে তারা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই।

তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মঙ্গলবার মনোনয়ন জমা দেয়ার সময় আমার সমর্থনে যত মহিলা জমায়েত হয়েছে তার মনোনয়ন জমার সময় ততজন পুরুষও আসেনি।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জাহানআরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম প্রমুখ বক্তব্য রাখেন।