মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলামের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। জয়ের ব্যাপারে আশা প্রকাশ করার পাশপাশি এসময় তিনি বলেন, ‘বিএনপি আদৌ নির্বাচনে আসবে কিনা, এটা নিয়ে সন্দেহ রয়েছে। একাধিক প্রার্থীকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে বোঝা যায় তাদের কোনও রাজনৈতিক আদর্শ নেই। বিএনপির সাথে যারা ঐক্যফ্রন্ট করেছে, তাদের ভবিষ্যৎও অন্ধকার।’
মনোনয়নপত্র জমা শেষে শাজাহান খান সাংবাদিকদের আরও বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারও নৌকায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি চ্যালেঞ্জ নিয়ে আওয়ামী লীগ কাজ করছে। একটি হলো উন্নয়নের ধারা অব্যাহত রাখা, অন্যদিকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে দেশ থেকে চীরতরে নির্মূল করা। পাশাপাশি জাতির পিতার সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আওয়ামী লীগের মূল উদ্দেশ্যে।’
আবারও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘নির্বাচন চলাকালে সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে। সবাই আচরণবিধি মেনে না চললে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ এ ব্যাপারে প্রার্থী ও নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।