কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি বৈঠক করেছেন। মঙ্গলবার তাদের মধ্যেকার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুইজনই কাতারের বিরুদ্ধে অবরোধ বহাল রাখার বিষয়ে একমত হয়েছেন। একইসঙ্গে কাতারকে কোনো রকমের ছাড় না দেয়ার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কাতারের সঙ্গে টানাপড়েন সৃষ্টির পর ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, মিশর, আরব আমিরাত ও বাহরাইন কাতারের ওপর সর্বাÍক অবরোধ আরোপ করে। পার্সটুডের খবরে বলা হয়, মঙ্গলবারের বৈঠকে কাতারকে চাপে রাখতে এ অবরোধ অব্যাহাত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও মিশর ও সৌদি আরব ইরানের প্রভাব বিস্তারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথাও বলেছে। গত বছর কাতারের সঙ্গে সৌদি অনুগত আরব দেশগুলো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে তীব্র সংকটে পরে কাতার।
এসময় ইরান ও তুরস্ক কাতারের পাশে দাঁড়ায়। দেশ দুটি বিশেষ করে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসে যার ফলে কাতারের নাগরিকরা বড় রকমের দুর্যোগ থেকে বেঁচে যান।