যুক্তরাষ্ট্রের সর্বপশ্চিমের অঙ্গরাজ্য আলাস্কার অ্যাঙ্কোরেজ এলাকায় ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে হালকা বসতিপূর্ণ অঙ্গরাজ্যটির বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে।
স্থানীয় সময় সকাল ৮টা ২৯ মিনিটে শুরু হওয়া ভূমিকম্পে অঙ্গরাজ্যটির আক্রান্ত অ্যাঙ্কোরেজ এলাকার সড়কে ব্যাপক ফাটল দেখা গেছে, তবে এতে শুক্রবার রাত পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছু সময়ের জন্য উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের ভূমিজরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথমবারের কম্পণটি ভূগর্ভের ৪০ দশমিক ৯ কিলোমিটার গভীর পর্যন্ত অনুভূত হয়। প্রথম দফায় ভূকম্পণের পর দফায় দফায় ৪০ বার কম্পণ অনুভূত হয়।
আলাস্কার গভর্নর বিল ওয়াকার দুর্যোগ অবস্থা জারি করেছেন।
এদিকে ভূমিকম্পে সাবেক গভর্নর সারাহ পলিনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।
১৯৬৪ সালে এই অ্যাঙ্কোরেজেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়। ৯ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পটিকে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হিসেবে উল্লেখ করা হয়।