ঝিনাইদহে বিএনপির হেভিওয়েট প্রার্থীসহ ১৫ জনের মনোনয়নপত্র বাতিল

জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে বিএনপি ও আ’লীগের হেভিওয়েট প্রার্থীসহ ১৫ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেছেন জেলা রিটার্নিং অফিসার সরোজ কুমার নাথ।

রোববার মনোনয়নপত্র বছাইয়ের দিন এ সব প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয়। এদের মধ্যে কিছু কিছু প্রার্থীর আপীল করার সুযোগ আছে বলেও জানানো হয়। জেলার ৪টি আসনে ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।

বাতিল ঘোষতি প্রার্থীদের মধ্যে ঝিনাইদহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ও বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল ওহাব রয়েছেন।
ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ, বিএনপির হেভিওয়েট প্রার্থী মসিউর রহমান, মীর রবিউল ইসলাম লাভলু, জাকের পার্টির আবু তালেব সেলিম, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ও স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী রয়েছেন।
ঝিনাইদহ-৩ আসনে জাপার কামরুজ্জামান স্বধীন, বিএনএফ’র ইসমাইল হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে।
ঝিনাইদহ-৪ আসনে আব্দুল ওয়াদুদ, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, ফনি ভুষন ও আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের মনোনয়ন বাতিল হয়েছে। এদের মধ্যে আদালত থেকে সাজা হওয়ায় বিএনপির মসিউর রহমান ও আব্দুল ওহাবের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় বিএনপির এ্যাড. আব্দুল মজিদ ও আওয়ামী লীগের সাইদুল করিম মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জেলা রিটার্নিং অফিসারের দপ্তর থেকে জানানো হয়। তবে এদের আপীল করার সুযোগ আছে।