ভোটে কারচুপির দায়িত্ব পেয়েছেন ১২ জন : রিজভী

ruhul kabir rizvi
ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘ভোটে কারচুপির জন্য জোন ভাগ করে পুলিশের ১২ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের দায়িত্বপ্রাপ্তরা এরই মধ্যে সংশ্লিষ্ট জোনগুলোর বৈঠক সম্পন্ন করেছেন।’

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ব্যালটের বাইরে অতিরিক্ত ব্যালট ছাপানো হবে, যা থানায় ভোটের আগে সংরক্ষণ করে রাখা হবে। প্রয়োজনমতো ব্যালট বাক্সে তা ঢোকানো হবে। প্রিসাইডিং অফিসারদের মূল স্বাক্ষরের ফলাফল শিটে, ভোট গণনা পরিবর্তন করে, রিটার্নিং অফিসারকে প্রেরণ করার নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।’

একই সঙ্গে নির্বাচন কমিশনও সরকারের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। এ ছাড়া সরকারের একটি গোয়েন্দা সংস্থাও নির্বাচনের জন্য সরকারের পক্ষে কাজ করছে বলে দাবি করেন রিজভী আহমেদ।