স্ত্রী জামায়াত করায় আ’লীগ নেতা বহিষ্কার

A. Lig Logo

স্ত্রী জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ পদে থাকার অভিযোগে ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক প্রধান শিক্ষক ফয়েজ আহম্মদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে প্রাথমিক সদস্যপদ থেকেও ফয়েজ আহম্মদকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ফয়েজ আহম্মদের স্ত্রীর নাম রোকেয়া বেগম। তিনি জেলা জামায়াতে ইসলামীর রোকন পদে রয়েছেন বলে জানান চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ শুভ্র।

অপরদিকে ফয়েজ আহম্মদকে দেয়া অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, আপনার পরিবারের সদস্য আপনার স্ত্রী জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার গুরুত্বপূর্ণ পদে থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এহেন পরিস্থিতিতে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের চরফ্যাশন শাখার সব কার্যক্রম থেকে আপনাকে অব্যাহতিসহ প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো।

এ সিদ্ধান্ত ৭ ডিসেম্বর থেকেই কার্যকর বলেও উল্লেখ করা হয়েছে অব্যাহতিপত্রে।