বিরল কীর্তি গড়ল অস্ট্রেলিয়া ক্রিকেট দল

রোববার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ একটি অর্জন ঝুলিতে পুরেছে তারা। তিন ফরম্যাট মিলে এক হাজার ম্যাচ জয়ের বিরল রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া জাতীয় দল।

তিন ফরম্যাট মিলে এখন পর্যন্ত মোট ১৮৫২টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এরমধ্যে এক হাজার ম্যাচে জিতেছে, ৫৯৩টিতে হেরেছে, ১৩টি টাই, ২১০টি ড্র ও ৩৬টি ম্যাচ পরিত্যক্ত হয়।

অস্ট্রেলিয়া টেস্টে ৮১৮ ম্যাচ খেলে ৩৮৪টিতে জয়, ২২২ ম্যাচে হার, দুটি ম্যাচে টাই, ২১০টি ড্র করে অস্ট্রেলিয়া। টেস্টে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড অসিদের।

ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়া ৯২০ ম্যাচের মধ্যে ৫৫৮টিতে জিতেছে, হেরেছে ৩১৯টি , ৯টি করেছে টাই, ৩৪টি ম্যাচ পরিত্যক্ত হয়। টেস্টের মতো ওয়ানডেতেও সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ধরে রেখেছে অসিরা।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ১১৪ ম্যাচের মধ্যে ৫৮টিতে। হেরেছে ৫২টি। ২টি টাই, ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

তিন ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার পরে সবচেয়ে বেশি জয় পেয়েছে ইংল্যান্ড। ১৮৩৩টি ম্যাচে অংশ নিয়ে তাদের জয় ৭৭৪টি। ৬৭৬টি হার, ৯টি টাই, ৩৪৫টি ড্র ও ২৯টি ম্যাচ পরিত্যক্ত হয় ইংলিশদের।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এ পর্যন্ত পরস্পরের বিরুদ্ধে মোট ৫০৯ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২৩৪ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি জয়ের স্বাদ নিয়েছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩৭৬টি ম্যাচে জয়ের সাক্ষী ছিলেন তিনি। অধিনায়ক হিসেবেও সবচেয়ে বেশি জয় পন্টিংয়ের। ২১৯টি ম্যাচে জিতেছেন তিনি।