যশোরে বৈদ্যুতিক খুঁটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

jessore map

যশোরে বৈদ্যুতিক খুঁটি চাপা পড়ে আকেলা বিশ্বাস (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার জিবননগরের পুরুন্দপুর গ্রামের আরঞ্জুন্না বিশ্বাসের ছেলে।

মৃতের সহকর্মী সম্রাট জানিয়েছেন, তারা শনিবার সকাল থেকে যশোর সদর উপজেরার আবাদ কচুয়া গ্রামে বৈদ্যুতিক খুঁটি পোতার কাজ করছিলেন। বিকাল চার টার দিকে বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়েন আকেলা বিশ্বাস । এ সময় অন্যে শ্রমিকরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান তুহিন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই আকেলা বিশ্বাসের মৃত্যু হয়েছে।