আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অভয়নগরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ২৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১১ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৬ জন। শনিবার রাত ৯ টা পর্যন্ত তারা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। উপজেলা কার্যালয় থেকে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
উপজেলা আ’লীগ অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়ন আবেদন পত্র সংগ্রহ করেছেন ৭ জন।
এরা হলেন সরদার অলিয়ার রহমান, শাহ্ ফরিদ জাহাঙ্গীর, রবিন অধিকারী ব্যাচা, হাবিবুর রহমান বাপ্পি, ফারাজী নজরুল ইসলাম, আব্দুল মালেক মোল্যা ও সানা আব্দুল মান্নান।
ভাইস চেয়াম্যান (পুরুষ) পদে আব্দুর রউফ মোল্যা, আব্দুল মান্নান মোল্যা, বিপুল শেখ, আব্দুল লতিফ মৃধা, মশিউর রহমান হারকিল, হুমায়ুন কবীর মধু, আতিয়ার রহমান বাবু, আক্তারুজ্জামান তারু, ফারাজী নাসির উদ্দিন, হুমায়ুন কবীর ও সরদার আনোয়ার হোসেন।
ভাইস চেয়াম্যান (মহিলা) পদে মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ করা ৬ জন হলেন, মিনারা পারভীন মিনা, মোছাঃ জুবাইদা নাজনীন, সুলতানা আরেফা মিতা, হালিমা পারভীন, তহমিনা বেগম ও সাফিয়া খানম।
রোববার সন্ধ্যায় আ.লীগের উপজেলা নের্তৃবৃন্দ এ ব্যাপারে প্রর্থীর তালিকা চুড়ান্ত করার জন্য জরুরী বৈঠক করেন।