পাঁচ বছর পরের নির্বাচনের প্রস্তুতি নিন, বিএনপিকে তথ্যমন্ত্রী

hasan mahamud
ফাইল ছবি

বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আগামী পাঁচ বছর পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই, অনুরোধ জানাই এবং নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাই।’

আজ শনিবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল ‘লিডিং এক্সামপল’ পদকে ভূষিত হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করে প্রবাসী কল্যাণ সমিতি।

প্রধানমন্ত্রীর চা-চক্রে বিএনপি ও ঐক্যফ্রন্টের সাড়া না দেওয়াকে দুঃখজনক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নেতিবাচক ও হিংসা-বিদ্বেষের রাজনীতি পরিহার না করলে তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আমি বিএনপিকে অনুরোধ জানাব, আপনারা নেতিবাচক রাজনীতি পরিহার করুন।’

হাছান মাহমুদ আরো বলেন, ‘আপনারা (বিএনপি) ২০১৪ সালের নির্বাচনে যান নাই। নির্বাচনে না যাওয়ার পরে আপনারা ভেবেছিলেন, তিন মাসের মধ্যে নির্বাচন হবে, ছয় মাসের মধ্যে নির্বাচন হবে, আবার এক বছরের মধ্যে নির্বাচন হবে। ১৪ সালের নির্বাচনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি পাঁচ বছর দেশ পরিচালনা করেছে। ১৮ সালের ৩০ ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ইনশা আল্লাহ এই সরকারও পাঁচ বছর দেশ পরিচালনা করবে।’

বাংলাদেশের এক কোটি মানুষ বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন ও তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে দেশের অর্থনীতি সচল আছে জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘গুটি কয়েক মানুষের জন্য দেশের সুনাম যাতে নষ্ট না হয়, সেদিকে দৃষ্টি দিয়ে অপরাধীদের চিহ্নিত করতে হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, শফিউল আলম, জেলা পরিষদ সদস্য আকতার উদ্দিন পারভেজ প্রমুখ।