যশোরে ১০ লাখ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে জেলার বেনাপোল সড়কের আমড়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোলের ছোটআচড়া গ্রামের রশিদ ও বাহাদুরপুর গ্রামের মিনার বিশ্বাস।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, দুই হুন্ডি ব্যবসায়ী বিপুল সংখ্যক টাকা নিয়ে বেনাপোল থেকে খুলনার দিকে যাচ্ছে এমন সংবাদ পায় বিজিবি সদস্যরা। পরে বেনাপোল সড়কের আমড়াখালীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি খুলনাগামী পিকআপভ্যান থামিয়ে দুইজনের শরীর তল্লাশি করে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে মামলা করে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।