বাঘারপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাওনের গণসংযোগ

সংসদ নির্বাচন শেষ না হতেই দেশব্যাপী বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা সদর ও উপজেলা পর্যায়ে ভোট যুদ্ধ শুরু হলেও এই যশোররের বাঘারপাড়ায় চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সদস্য রাকীব হাসান শাওন তার নির্বাচনী এলাকা বাঘারপাড়ায় গণসংযোগ শুরু করেছেন।

শুক্রবার উপজেলার বন্দবিলা ইউনিয়নের বিভিন্ন বাজার ও তেলীধান্যপুড়া, পান্তাপাড়া, মথুরাপুর, মির্জাপুর, কঠুরাকান্দি, বড়খুদড়া, গাইদঘাট, রাঘবপুরসহ ২৭টি গ্রামে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি এলাকার ভোটারদের সাথে মতবিনিময় ও তাদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় খাজুরা বাজার, বন্দবিলা ও পুলেরহাট বাজারে বিভিন্ন জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া চান।

পরে খাজুরা পশুহাট চত্বরে এক পথসভায় তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে প্রয়োজন জনসচেতনতা। এলাকার অনেক যুবক আজ মাদকাসক্ত হয়ে পরিবারের দুঃচিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। অনেক পরিবারের সন্তান সঙ্গদোষে নেশাগ্রস্ত হয়েছে। আপনাদের মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে পাড়া ও মহল্লায় মহল্লায় দিয়ে নিজ উদ্যোগে মাদক প্রতিরোধে জনসচেতনতা মূলক কাজ করবো। এছাড়া বাল্য বিবাহ রোধ, শিক্ষার গুণগত মান উন্নয়নসহ নানা জনহিতকরণ কাজ করে সুষ্ট ও সুন্দর সমাজ গঠন করতে কার্যকরী ভূমিকা পালন করবো।