উদীচী হত্যাকান্ডে নিহত তপনের পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে সংঘটিত উদীচী হত্যাকান্ডের দ্রুত বিচার ও প্রধানমন্ত্রী কর্তৃক দেয়া জমি ও বাড়ি পুলিশ কর্তৃক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিহত তপনের পরিবারের সদস্যরা। ৬ মার্চ বুধবার বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত তপনের ছোট ভাই মাসুদ পারভেজ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০ বছর ধরে তারা উদীচী হত্যাকান্ডের ন্যায় বিচার চেয়েও পাননি। ১৯৯৯ সালে তৎকালীন সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের আশ্বাস দিয়েছিলেন। এরপর যে বিচার হয়েছে তাতে সকল আসামি খালাস পেয়েছেন। উদীচী কর্তৃক রায়ের বিরুদ্ধে আপীল করা হলেও মামলাটি পুনরায় চালুর কোন উদ্যোগ না নেয়ায় তারা হতাশ। সর্বশেষ ওই ঘটনায় পুর্নবাসনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দেয়া ৫শতক জমিসহ বাড়িটি আজকে হাতছাড়া হওয়ার উপক্রম হওয়ায় চরমভাবে ব্যথিত তারা।

তিনি বলেন, যশোরের পুলিশ অফিস ওই জমি নিজেদের দাবি করে দখলে যেতে দিচ্ছে না। পুলিশের দাবি পুলিশের জমি প্রধানমন্ত্রী কাউকে দেয়ার এখতিয়ার রাখেন না। ফলে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় জমি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহত তপনের মা সামছুন নাহার ও পরিবারের সদস্যরা। একই দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে অংশ নেয়া উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান মজনু।

সংবাদ সম্মেলনে নিহত তপনের মা সামছুন নাহার, বোন নাজমুন সুলতানা বিউটি, নাদিয়া সুলতানা ও মুনিয়া সুলতানা ও ভগ্নিপতি মাহ্ফাুজুল হক নান্নুসহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।