যশোর শহরের পৌর পার্কে বন্ধবীদের সাথে আড্ডা দেবার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তাফিজুর রহমান (১৮) নামে এক কলেজ ছাত্র জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি শহরের খড়কী কদমতলা এলাকার আমিনুর রহমানের ছেলে এবং রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের এসএইচসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি বান্ধবীদের সাথে পৌর পার্কে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে অন্যে সহপাঠিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে তার উপর হামলার কারন পরিষ্কার নয় তিনি।