যশোরের অভয়নগরে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম কান্তা (৬)। সে পূর্ব বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার আবুল কালামের কন্যা।
শিশুটির পরিবার জানান, এক সপ্তাহ আগে সে খেলতে যেয়ে শরীরের কাপড়ে আগুন ধরে দগ্ধ হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবন্নতি হতে থাকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন, পুর্ব বুইকরা সরকারি প্রথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শেখ অলিয়ার রহমান, সহসভাপতি আব্দুস ছালাম,প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার, স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, বিদ্যালয়ের দাতা সদস্য রফিকুল ইসলাম বাঘা প্রমুখ।