বেনাপোলে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

jessore map

যশোরের বেনাপোল পাঠবাড়ী এলাকায় বাদশা মিয়ার বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শুক্রবার দুপুরে তোহা খাতুন নামে ৪ বছরের এক শিশুকন্যা মারা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদশা মিয়ার মেয়ে তোহা খাতুন রান্নাঘরের গ্যাসের চুলায় কলম পুড়িয়ে খেলা করছিল। এ সময় কলমের গরম গলিত অংশ গ্যাসের চুলার পাইপের ওপর পড়লে পাইপ ছিদ্র হয়ে বিস্ফোরণ ঘটে।

বাদশা মিয়ার স্ত্রী সুমাইয়া খাতুন জানান, তিনি সে সময় বাড়ির বাইরে পানি আনতে গিয়েছিলেন। বিস্ফোরণে তার সারা শরীর ঝলসে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোরে একটি হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।