যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথি দাস (৪০) নামে দুই সন্তানের জননী ও একটি বেসরকারি হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। তিনি শহরের ইছাপুর ঋসিপাড়ার অধির দাসের স্ত্রী।
সোমবার ভোর ৬ টার দিকে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
নিহতের স্বামী অধির দাস হাসপাতালে সাংবাদিকদের জানান তার স্ত্রী শহরের মধুমতি বেসরকারি হাসপাতালের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করেন। হাসপাতালের ডিউটিতে যাওয়ার জন্য প্রতিদিনের মত সকালে বাড়ির কাজ সারছিলেন। এসময় পাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য নেয়া বিদ্যুতের সাইডলাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি বলেন সম্ভবত ওই তারে লিকেজ ছিল। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুমতি হাসপাতালের পরিচালক সোহরাব হোসেন উজ্জল সাথি দাস তাদের পরিচ্ছন্নকর্মী কর্মী বলে নিশ্চিত করেছেন।
চৌগাছা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার (এসআই) কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সেখানে একজন অফিসারকে পাঠানো হয়েছে।