বাঘারপাড়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী শাওনের গণসংযোগ ও পথসভা

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে এ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের মাঝে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা উপজেলা শহর, বাজার, রাস্তার মোড়ের চায়ের দোকান ও গ্রামে বাড়ীতে বাড়ীতে গিয়ে বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলার জামদিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান প্রার্থী রাকিব হাসান শাওন। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বাররা, ভিটাবল্লা, আলাদিপুর, দত্তরাস্তা, ভাগুড়া ও মিনা বাজারসহ প্রায় ২০টি গ্রামে ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি রাজনৈতিক নেতা, শিক্ষক, ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী ও পুরুষ ভোটারদের মতবিনিময় করেন। মতবিনিময়কালে সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেন। এর আগে বিকাল ৫টায় ভাগুড়া বাজারে তিনি পথসভায় করেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।