অভয়নগরে গৃহবধুর গলাকেটে আত্মহত্যা

jessore map

নিজের গলা বটি দিয়ে কেটে আত্মহত্যা করেছে গৃহবধু সালেহা বেগম (৫৫)। বুধবার বিকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি অভয়নগর উপজেলার পচুড়িয়া গ্রামের ভ্যান চালক তিলক হোসেনের স্ত্রী। তার মস্তিস্ক বিকৃত ছিল বলে পরিবার দাবি করেছে।

নিহতের কন্যা সালমা বেগম(২৮) জানায়, আমার মায়ের মাথায় সমস্যা ছিল। যে কারনে আমি দুপুরে তাকে খাইয়ে প্রতিবেশী এক চাচীকে দেখে রাখতে বলে বাঘুটিয়ায় আনছার ভিডিপির ট্রেনিংএ গিয়েছিলাম। বিকাল সাড়ে ৪ টায় এসে ঘরের মধ্যে গলা কাটা মৃত অবস্থায় দেখি। বাড়ির বটি দিয়েই সে তার গলা কেটেছে।

ভাটপাড়া পুলিশ ক্যাম্পের এ এস আই এস এম আলিফ জানান, “আমি ঘটনা স্থলে এস জেনেছি মৃত ব্যক্তির মস্তিস্ক বিকৃত ছিল। উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছি তারাই সিদ্ধান্ত দিবেন।”