যশোরের কচুয়ায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

jessore map

যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রাম থেকে লুৎফর রহমান (৫৮) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খরিচাডাঙ্গা গ্রামের কানাই মোল্যার ছেলে। তবে তিনি ৩৫ বছর ধরে আবাদ কচুয়া গ্রামে মৃত আব্দুস সামাদ মোল্যার বাড়িতে ঘর জামাই থাকতেন।

কোতয়ালী মডেল থানার এসআই হায়াৎ মাহমুদ জানিয়েছেন, মৃত লুৎফর রহমান গ্রামে অনেক টাকা দেনা রয়েছেন। পাওনাদারদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ার অপমান সইতে না পেরে বুধবার ভোরে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।