যশোরে দোলযাত্রা উদযাপিত

যশোরে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি ও দোলযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার গৌরপূর্ণিমা তিথিতে সনাতন ধর্মীয় নানা আচার অনুষ্ঠান শেষে আবিরের-আনন্দে আলোচনা সভা, মঙ্গলশোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হয়।

সনাতন বিদ্যার্থী সংসদ যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা, মঙ্গলশোভাযাত্রা ও আবির খেলা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রফেসর শৈলেশ কুমার রায়, সরকারি এমএম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর সুধীর রঞ্জন নাথ, সরকারি সিটি কলেজের সহকারী শিক্ষক অলোক বসু। বিশেষ আলোচক ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাণিক রক্ষিত। শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ অর রশীদ ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি প্রণব দাস।
সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ এম এম কলেজ শাখার সভাপতি অভিজিৎ চক্রবর্তী। সঞ্চলনা করেন শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ মজুমদার।

আলোচনা শেষে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে রঙের এ উৎসবে মেতে ওঠে সর্বস্তরের ছাত্র-ছাত্রীরা। সনাতন বিদ্যার্থী সংসদসহ সাধারণ শিক্ষার্থীরা ধর্ম-বর্ণ নির্বিশেষে রঙয়ের ছটায় নিজের ভেতরের সকল কালোকে দূর করতে সামিল হয় দোল উৎসবে।

এছাড়া, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন, সিদ্ধেশ্বরী কালী মন্দির, বেজপাড়া পূজা সমিতি মন্দির, পশ্চিমবারান্দী নাথপাড়া সার্বজনীন মন্দিরসহ পাড়া-মহল্লা¬ ও বাড়িতে বাড়িতে দোল পূজার আনুষ্ঠানিকতা পালন হয়।