যশোরের অভয়নগর উপজেলা নির্বাচনের এক কর্মী সভায় জেলা আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ যারা মানেন না তারা দলের কেউ না। তারা বিএনপি জামায়াত থেকে বেশি ভংকর। আগামীতে তাদের দলে কোন ঠায় হবে না। বহিস্কার করা হবে। আর যে সকল নেতা কর্মী তাদের পক্ষ অবলম্বন নির্বাচনি কাজে অংশ নিচ্ছেন তাদের একই পরিনতি হবে।
সোমবার অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত শাহ ফরিদ জাহাঙ্গীরের নৌকা প্রতিকের কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সভায় আরও বক্তব্য সাবেক এমপি এ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনা শাহ ফরিদ জাহাঙ্গীরকে নৌকা প্রতিক দিয়েছে অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে। আগামী ৩১ মার্চ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং গ্রামকে শহরে পরিনত করতে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।
সোমবার বিকালে নওয়াপাড়া ইনিষ্টিটিউট মিলনায়তনে উক্ত জনসভা সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, যশোর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর সবুর হেলাল, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এনামুল হক বাবুল, যুগ্ম আহবায়ক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌর মেয়র ও যুগ্ম আহবায়ক সুশান্ত দাস শান্ত, সানা আব্দুল মান্নান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইয়ুব হোসেন। কর্মি সভায় দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর সভায় সকল ওয়ার্ড থেকে মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে থাকে এবং বিকালে তা কানায় কানায় পরিপুর্ণ হয়ে ওঠে।