যশোরের ইছালী ও কচুয়ায় বিপুল-নীরার মতবিনিময়

যশোর সদর উপজেলার ইছালী ও কচুয়া ইউনিয়নে মতবিনিময় করেছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা। বুধবার তারা দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী এই মতবিনিময় করেন।

এর আগে তারা উপজেলার দেয়াড়া, আরবপুর, নওয়াপাড়া, হৈবতপুর, উপশহর, লেবুতলা, ফতেপুর, কচুয়া, নরেন্দ্রপুর ও বসুন্দিয়া ইউনিয়নে মতবিনিময় করেন।

বুধবার বিকালে আনোয়ার হোসেন বিপুল ও নুরজাহান ইসলাম নীরা ইছালী ইউনিয়নে মতবিনিময় করেন। ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন।
এসনময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য শেখা খাতুন, অজয় আঢ্য, কাওসার আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।

পরে তারা কচুয়া ইউনিয়নে মতবিনিময় করেন। ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান লুৎফর রহমান ধাবকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য সৈয়দ ইমরান হুসাইন, রাসেল হোসেন, হাসান আলী প্রমুখ।