যশোরে পিআইবি’র অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত

যশোরে সাংবাদিকদের তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে যশোরের এলজিইডি প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে যশোরে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বুধবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আবদুল আওয়াল।

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক এসএম তৌহিদুর রহমান, প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বিএফইউজের যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন। অনুষ্ঠান পরিচালনা করেন জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

সমাপনী দিনে প্রশিক্ষক ছিলেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি বদরুদ্দোজা বাবু ও পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী। সমাপনীতে অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। গত ৮এপ্রিল তিনদিনের এ প্রশিক্ষণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, পিআইবি’র পরিচালক (প্রশিক্ষণ ও প্রশাসন) মো. ইলিয়াস ভূঁইয়া।