কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক ২০১৮ পেয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফখরে আলমের হাতে এই পদক ও এক লাখ টাকার সম্মাননা চেক তুলে দেন।
সংবাদপত্রে প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক ১৪টি অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে সেরা প্রতিবেদক হিসেবে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুরি বোর্ডের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়েল সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তব্য রাখেন, জুরি বোর্ডের সদস্য রোবায়েত ফেরদৌস ও খন্দকার মুনিরুজ্জামান।
উল্লেখ্য, এর আগে ফখরে আলম টিআইবি পুরস্কার, মোনাজাত উদ্দিন স্মৃতি পুরস্কার, এফপিএবি পুরস্কার, মধুসূদন একাডেমি পুরস্কার, পরিবেশ সাংবাদিক ফোরাম পুরস্কার, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী পদক, ঋষিজ শিল্পী গোষ্ঠী পুরস্কার, শিল্পকলা একাডেমির জাতীয় গুণীজন সম্মাননাসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন। নানা বিষয়ে তার ৩১টি গ্রন্থ রয়েছে।