‘ভারতের সঙ্গে আমাদের সমস্যা নেই,সমস্যা পাকিস্তানের সঙ্গে’

khalid mahamud chowdury

ভারতের সঙ্গে বাংলাদেশের কোন সমস্যা নেই বরং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন এর অ্যালামনাই সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা আমাদের এক জায়গায়;সেটা পাকিস্তানের সঙ্গে। আমাদের ন্যায্য হিস্যা আমরা এখনো পাইনি। তারা এখনো দেয়নি। তারা বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে তারা হস্তক্ষেপ করে এটা আমাদের জন্য বেদনার।’

খালিদ মাহমুদ আরো বলেন, ‘পাকিস্তান এখনও বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়।’ ভারতের সাথে বাংলাদেশের সর্ম্পক সবসময় বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে ভারতে নির্বাচন চলছে।যে নির্বাচন থেকে বাংলাদেশের অনেক কিছুই শেখার আছে।’ ভারতের এ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র চর্চাকে সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেন,’বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সব সময়ই বন্ধুত্বপূর্ণ ছিল এবং থাকবে।’