দ্বিতীয়বারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো

দ্বিতীয়বারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন জোকো ইউদোদো। নির্বাচনে প্রাপ্ত ফলাফলের মাধ্যমে দেখা যায় জোকো ইউদোদো বিপুল ভোটে এগিয়ে আছেন।

এর আগে বুধবার নতুন প্রেসিডেন্ট বাছাই ও পার্লামেন্ট নির্বাচনের জন্য ছয় মাসের প্রচার শেষে ভোট দেন ভোটাররা। দেশটিতে এই প্রথম সব ভোট একদিনে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোকো ইউদোদো সাবেক জেনারেল প্রাবোয়া সুবিয়ান্তোর বিরুদ্ধে লড়েন।

দেশটিতে মোট ১৯ কোটি ২০ লাখ ভোটার। ৫৭৫ আসনের বিপরীতে ১৬টি রাজনৈতিক দলের অন্তত দুই লাখ ৪৫ হাজার প্রার্থী অংশ নিচ্ছেন। এবারই প্রথম একসঙ্গে প্রেসিডেন্ট, সংসদ ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।