চাল আমদানি নিরুৎসাহিত করতে বিদ্যমান শুল্ক ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশে উন্নীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে চাল আমদানি নিরুৎসাহিত হওয়া ও দেশের কৃষকরা আর্থিক ক্ষতির হাত থেকে কিছুটা রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ১০ মাসে ৩ লাখ ৩ হাজার মেট্রিকটন চাল আমদানি হয়েছে। এতে দেশীয় কৃষকগণ উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তাদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে শুল্ক বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।