জেইউজের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

jessore map

সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) কার্য নির্বাহী কমিটির এক সভা বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদ জয়।

সংগঠনের সাধারন সম্পাদক আকরামুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক এস এম ফরহাদ,দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ক্রীড়া এবং ত্রুীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান মনি।

সভায় আগামী ২৮ মে ২২ রমজান মঙ্গলবার সংগঠনের উদ্যোগে প্রেসক্লাব যশোরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করার সিন্ধান্ত গৃহীত হয়। এছাড়া সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।