প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ কর্মসূচি পালন করেছে যশোরের অভয়নগর উপজেলার রাষ্ট্রয়াত্ব পাটকল শ্রমিকেরা।
জানা গেছে, রাষ্ট্রয়াত্ব পাটকল শ্রমিকদের বকেয়া বেতন সহ ৯ দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করেছে তারা। আন্দোলনরত শ্রমিকেরা বৃহস্পতিবার সকালে মিল অভ্যান্তরে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। তারা সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত প্রশাসনিক ভবন সহ অন্যান্য কর্মকর্তাদের ভবনের গেটে তালবদ্ধ করে রাখেন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময়ে জেজেআই ও কার্পেটিং জুট মিলের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে থানার অফিসার ইনচার্য ঘটনাস্থলে যান। তিনি শ্রমিকদের শান্ত থাকার জন্য আহবান করেন।
বকেয়া বেতনসহ ৯ দফা দাবি আদায়ের জন্য খুলনা অঞ্চলের ৯টি পাটকল ১ রমজান থেকে মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে আসছেন। গত মঙ্গলবার শ্রমিক নেতারা খুলনা জেলা প্রসাশকের সাথে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রসাশক মিল কর্তৃপক্ষকে বৃহস্পতিবার থেকে বেতন দেওয়ার নির্দেশ দেন। মিল কর্তৃপক্ষ তা মেনে নেয়। সেই প্রতিশ্রুতি মোতাবেক শ্রমিকেরা বুধবার থেকে কাজে যোগদান করেন। কিন্তু বৃহস্পতিবার তাদের বেতন না দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন। তারা মিলে উৎপাদন চালু রেখে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।
শ্রমিক নেতা পলাশ হোসেন জানান, প্রতিশ্রুতি মোতাবেক বেতন না পেয়ে আমরা আবার আন্দোলনে নেমে পড়েছি। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
মিল কর্তৃপক্ষ জানান, শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার বিষয়ে বিজিএমসিতে বৈঠক চলছে। তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা নির্দেশ পালন করবো।
এ ব্যপারে থানায় নবাগত অফিসার ইনচার্য মো: মোয়াজ্জেন হোসেন জানান, আমি মিলের কর্মকর্তা ও শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি। শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি।